কবিতা ডেস্ক প্রকাশ : ১৩ অক্টোবর ২০২০, ২০:৩৭ আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২২:৩২ মন্দ করেও বেহেশত আশে স্বার্থপরের কামনা চাহি না আমি এমন ভালোবাসা মূল্যে যদি ঘোষণা পাপ-পূণ্যই খুঁজে নেবে পথিকের আসল ঠিকানা নিরাকার তোমাকে চেয়েছি আমি খুঁজিনি অন্য বাসনা। চাওয়া-পাওয়ার মোহ নেই প্রকৃতি প্রেমঅরণ্যে অবাক হৃদয় তবুও চায় মায়াকরী মায়ার ভূবনে ভাবুক প্রেম খোঁজে কেবল অসীম প্রণয় মোহনা…
Read more