কঞ্জুসের প্রতি খোলা চিঠি

প্রতীকী ছবি। সংগৃহীত
মো. জিয়াউদ্দিন শাহ
আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ১৪: ১৩
প্রিয় কঞ্জুস,
আপনি সকল দেশেই কমবেশি বিরাজিত। দেশের আনাচকানাচে ইচ্ছেমতো কঞ্জুসগিরি ঘটাতে পারলেই আপনি ভালো থাকেন ও শান্তির নিশ্বাস ফেলেন। নতুবা মানসিক যন্ত্রণায় ভোগেন! আপনার কঞ্জুসগিরি প্রতিনিয়ত বেড়েই চলছে! ডিজিটাল যুগের চর্চায় ইদানীং আপনাকে ফেসবুকের আনাচকানাচে দিবানিশি পাওয়া যায়। মানুষের ভালো কাজেও আপনি লাইক বা কমেন্ট কিছুই দেন না! আপনি মনে করেন কারও ভালো কাজে সাধুবাদ জানালেই নিজের কঞ্জুসগিরি ধর্ম নিপাত যাবে।
আপনার কঞ্জুসগিরি প্রথা সকল রাজনৈতিক দলেই বহাল আছে। বিরোধী দল যত ভালো কাজই করুক আপনার স্বীকৃতি পায় না। সুবিধা পেলে অনতিবিলম্বেই পক্ষ পরিবর্তন করে! মানুষে ভালো মন্দের স্বীকারোক্তি থাকলেও আপনি নিজের ভুল-ত্রুটি খুঁজে বের করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন! পেটুক সেজে নিজ বোধশক্তিকে গিলে খাওয়ার পাশাপাশি আত্মসমালোচনাতেও নিষ্ক্রিয় হয়ে পড়েছেন! আপনার অসাধারণ প্রতিভা শুধু অপরের দোষ সন্ধানে পারদর্শী। সাধ্য অনুযায়ী নিজের দলকে সর্বদাই প্রসারিত করছেন। পরিবারেও একক ক্ষমতা প্রয়োগে বংশ বিস্তার অব্যাহত রাখছেন।
এমন অবস্থা চলতে থাকলে নিকটেই আপনি সুপার কঞ্জুসগিরি পদবিতে ভূষিত হবেন। লিঙ্গবৈষম্যে আপনি নারী-পুরুষে একার্থ পরিচিতি লাভ করেছেন। বিশ্বজুড়ে কঞ্জুস প্রতিবাদীরা আপনার পতন কামনা করেন, ভবিষ্যতেও তাই করবেন।
ইতি
সকল কঞ্জুস বিরোধীদের পক্ষে
মো. জিয়াউদ্দিন শাহ, জেদ্দা, সৌদি আরব।
One Response
[url=http://happyfamilystorerx.org/]top mail order pharmacies[/url]