আপনারে করেছে পর

ছবি: সংগৃহীত
লেখা : মো. জিয়াউদ্দিন শাহ, সৌদি আরব
প্রকাশ: ২৪ মার্চ ২০২১, ১৪: ৪৪
রাজকন্যার হৃদয় ভেঙেছে
ঘরের জ্বালা বাইরে এসেছে
হৃদয়ের রানি, বড়ই আদুরে।
প্রাসাদ ছেড়ে আজ পরের ঘরে
কেন, কিসের দায়ে?
চিরায়ত জীবনের তরে
সময়ের মূল্য দিতে।
কবি-সাহিত্যিক দ্বিধায় পড়েছে
রাজপুত্র গৃহত্যাগী
বহুকাল ঘরে ফেরেনি।
কেন, কিসের দায়ে?
ব্যথার দানে রাজ্য ছেড়েছে
গায়ে মেখেছে কাদামাটি।
ক্লান্তির ক্ষণ চুকে যাবে
ঘরের ছেলে কি ফিরবে?
রাজ্যেরও ব্যথা লাগে
ছেলে হারানোর ব্যথা
ব্যথার ধ্যানে খুঁজে…
ফিরে ফিরে আসে, ফেরাতে পারেনি।
একত্ববোধ অনন্তের পথে কেবলই কাঁটা
কত-কী কাঁটার আঘাতে জীর্ণ, নেবে কি?
সরলে যা হারিয়েছি, দেবে কি?
হয়তো পারো, সবই পারবে…
রাজ্য গেছে যাক, ফিরে এসো।
রাজার ছেলে ভিখারি সেজেছে
লুটেরার দল বড় আনন্দে
হরণ হয়ে গেছে সব বাকিতে
হিসাব খাতার ওজন বাড়ছে
তাকাও, নিয়তির ডাক শোনো।
ভালোবেসে আরও একবার কাঁদো,
কেঁদে কেঁদে আমায় পরাজয় দাও।
বুকের গহিনে লিখে নাও এক বিদ্বেষী নাম
এ আমার শেষ উপহার, নিতে আসবই।
পরাজয়প্রণেতা এবারও নিপাত চেয়েছে।
One Response
I was very happy to uncover this great site. I need to to thank you for ones time for this particularly fantastic read!! I definitely enjoyed every bit of it and I have you saved as a favorite to see new information on your site.