Sixth

ziauddinsha.com

Another WordPress site


Home

BLOG

BREADCRUMB

হীরার টুকরো বাবা

Sep 17, 2018
ziauddinsha

          লেখকের বাবা আমার ফেসবুক অ্যালবামের ছবিতে প্রিয় বন্ধু মন্তব্য করেছিলেন, ওল্ড ইজ গোল্ড। মন্তব্য ক্ষণে জানতে চেয়েছিলাম, মাই ফাদার ইজ ওল্ডার দ্যান মি। হোয়াট অ্যাবাউট হিম। এর উত্তর না পেয়ে অপেক্ষিত বিবেক সায় দিল, ইফ আই গোল্ড, মাই ফাদার ইজ ডায়মন্ড।          আমিও বাবা হয়েছি। প্রতিদিন সন্তানের আব্বু ডাক শুনে অভ্যস্ত। এই ডাক যত শুনি ততই মধুর লাগে। ইচ্ছে হয় অবিরাম শুনতেই থাকি! সন্তানের হাসি-তামাশায় নিজেকে কল্প-শিশুতে বিবেচনা করি। উপমায় বলি, আমিও কী বাবাকে এমনতর ডেকেছিলাম? বলতে পারব না, উত্তরও কারও কাছে চাইনি। সাবালক হওয়ার পরে বাবাকে এমনিতে ডেকেছি বলে মনে পড়ে না। বন্ধন যখন চিরতরে ডাকে কী যায় আসে! ‘হিরার টুকরো বাবা’ ভালোবাসার এমন আবেগী অপব্যাখ্যা পেলাম কোথায়? যার বাবা চলে গেছেন এক শ কেজি হিরা দিলেও তো কেউ বাবা এনে দিতে পারবেন না। বাবা বার্ধক্য রোগে মৃত্যুর প্রহর গুনছেন। কই, কিছুই করতে পারছি না! অনিদ্রা, অরুচি, দুর্বলতা রোধে কোনো ঔষধই তো বাবাকে সুস্থ করে তুলছে না। যাঁর অছিলায় জগতের সবই দেখে উপভোগ করলাম তাঁকেই সুস্থ করতে পারলাম না। তবে কি আমি অপরাধী? সে উত্তর তো আজব কারিগরই ভালো জানেন। নয়তো ইচ্ছে করেই তিনি এমন খেলা খেলেন। ক্ষমা তো চাইতেই পারি, সে দরজাও তো খোলা। কিন্তু সন্তানকে ক্ষমার আগেই বাবা তার

Read More